চালকের ঘুমে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১২:৪১ পিএম, ৩০ মার্চ ২০২২

মেহেরপুরে সিমেন্টবাহী কার্ভাডভ্যানের ধাক্কায় আশরাফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দরবেশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে। ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ সময় প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করলে তারা সড়ক অবরোধ তুলে নেয়।

প্রতক্ষ্যদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে ভোরে একটি সিমেন্টবাহী কাভার্ডভ্যান মেহেরপুরের দিকে আসছিলো। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই যুবককে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস কর্মীদের একটি দল। দ্রুত তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আসিফ ইকবাল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।