সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী মারা গেছেন
বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
বুধবার (৩০ মার্চ) সকালে বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
বৃহস্পতিবার সকাল ৯টায় বগুড়া হাউজিং এস্টেট (উপশহর) খেলার মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
হায়দার আলী পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পাকিস্তানের সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলন ও গণআন্দোলনে প্রগতিশীল ছাত্রনেতার দায়িত্ব পালন করেন।
হায়দার আলী দমন-পীড়নের শিকার হন ও অনেকবার কারাবরণ করেন। তিনি মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও সেবামূলক কাজে আমৃত্যু সম্পৃক্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতী নাতনিসহ অসংখ্য গুণগ্ৰাহী রেখে গেছেন।
এমআরআর/এমএস