ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা দিলেন ১৮ জন
ড্রাইভিং লাইসেন্স না থাকায় ট্রাক্টরটি প্রশাসন ভবনে নিয়ে আসা হয়
ড্রাইভিং লাইসেন্স না থাকায় ট্রাক, ট্রাক্টর, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার ১৮ জন চালককে সাড়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার কানসাট পুখুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রামমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল-রাব্বি।
তিনি জাগো নিউজকে বলেন, ট্রাক, ট্রাক্টর, সিএনজি ও মোটরসাইকেল চালকরা মহাসড়কে ড্রাইভিং লাইসেন্স ছাড়া চলাচল করে আসছিল। এমন অভিযোগ পেয়ে দুপুরে পুখুরিয়া পেট্রল পাম্প সংলগ্ন মহাসড়কে ভ্রামমাণ আদালত পরিচালনা করে ১৮ জনকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।
সোহান মাহমুদ/এসজে/এএসএম