মৌলভীবাজারে কলা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়ায় সিরাজ মিয়া (৩৬) নামের এক কলা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের পানপুঞ্জি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সিরাজ পূর্ব টাট্রিউলি গ্রামের ফিরোজ আলীর ছেলে।
সিরাজের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি পানপুঞ্জি থেকে কলা কিনে এনে বাজারে বিক্রি করতেন। প্রতিদিনের মতো বুধবার সকালে কলা এনে স্থানীয় জামরতল বাজারে রেখে আবার পানপুঞ্জির উদ্দেশ্যে চলে যান। রাতে ইছাছড়া পানপুঞ্জির খৃস্টিয়ান মিশনের নিচে আন্ডরখালে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। উদ্ধারের সময় তার দেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। বৃহস্পতিবার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গ পাঠানো হবে। ময়নাতদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল আজিজ/এসজে/এএসএম