৪ বছরের শিশুকে যৌন নিপীড়ন, পুলিশ হেফাজতে কিশোর
ব্রাহ্মণবাড়িয়ায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। বুধবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশাল গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্রামবাসী অভিযুক্ত কিশোরকে আটক করে। পরে রাত ১২টার দিকে তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
যৌন নিপীড়নের শিকার শিশুটির বাবা জাগো নিউজকে জানান, স্থানীয়দের উদ্যোগে এলাকায় ওয়াজ মাহফিল চলছিল। সন্ধ্যায় আমার মেয়েটি পরিবারের অন্যান্য শিশু-কিশোরীদের সঙ্গে ওই মাহফিলে যায়। সেখান থেকে সে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। এ সময় পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে কারণ জিজ্ঞাসা করে।
‘পরে সে জানায়, মাহফিল থেকে এলাকার চিহ্নিত বখাটে ওই কিশোর তাকে জোর করে একটি পুকুরপাড়ে নিয়ে যৌন নিপীড়ন করে। একথা জেনে মাহফিলে গিয়ে সেই কিশোরকে খোঁজ করি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে মাহফিল থেকে আটক করি।’
তিনি আরও জানান, আমাদের বাড়ি থেকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাছে হওয়ায় প্রথমে মেয়েকে নিয়ে সেখানে যাই। তার শারীরিক অবস্থার অবনতি দেখে সেখান থেকে আমাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জাগো নিউজকে বলেন, শিশুটিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে মেয়েটির অবস্থা খারাপ দেখে হাসপাতাল থেকে আখাউড়া থানায় জানানো হয়। আখাউড়া থানা পুলিশ আমাদের বিষয়টি অবগত করে। পরে রাতে শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
তিনি আরও বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পুলিশ সেখানে যায়। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত কিশোরকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।
আবুল হাসনাত মো. রাফি/এফএ/এএসএম