পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল, ৪ ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:১৫ এএম, ০১ এপ্রিল ২০২২
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অপরাধে চার রাইসমিল মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক এ আদেশ দেন।

তিনি জানান, অভিযানকালে একতা এগ্রো ফুড, খাঁন এগ্রো ফুড, এস আলম এগ্রো ফুড ও নূরজাহান এগ্রো ফুডের মালিককে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন লঙ্ঘন করায় এ জরিমানা করা হয়।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।