হোটেলে আটকা মেডিকেল পরীক্ষার্থীকে তালা ভেঙে উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০১:১৫ পিএম, ০১ এপ্রিল ২০২২
গ্র্যান্ড পূর্ভভবা আবাসিক হোটেলে

দিনাজপুরে একটি আবাসিক হোটেলে আটকা পড়া শিক্ষার্থীকে তালা ভেঙে উদ্ধার করে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছে পুলিশ।

শুক্রবার (১ এপ্রিল) সকালে শহরের মালদহপট্রি গ্র্যান্ড পূর্ভভবা আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আসাদুজ্জামান আসাদ জাগো নিউজকে জানান, সকাল পৌনে ১০টার দিকে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী আবাসিক হোটেলে আটকা পড়েছেন বলে জানানো হয়। খবর পেয়ে ওই আবাসিক হোটেলের তালা ভেঙে মোটরসাইকেলে করে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ কেন্দ্রে পৌঁছে দেই। মেয়েটি সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে।

উদ্ধার কাজে অংশ নেওয়া এএসআই ননী গোপাল রায় জাগো নিউজকে জানান, হোটেল ম্যানেজারকে কয়েকবার ফোন দিয়েও না পেয়ে তালা ভেঙে পরীক্ষার্থীকে ৫ম তলার ডি-১ নম্বর কক্ষ থেকে উদ্ধার করা হয়।

jagonews24

এ ব্যাপারে হোটেলের ম্যানেজার আল আমিন রহমান জাগো নিউজকে বলেন, অসুস্থতার কারণে রাতে ডিউটিরত হোটেল বয়কে ছুটি দিয়েছিলাম। আমিও মোবাইল শব্দহীন করে ঘুমিয়ে ছিলাম। তাই এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পরীক্ষার্থীর ভাই আব্দুর রফিক জানান, বৃহস্পতিবার বিকেলে আমরা ওই হোটেলে উঠি। সকাল সাড়ে ৮টার সময় হোটেল বের হতে গিয়ে দেখি মূলগেট তালা মারা। হোটেলে কাউকে না পেয়ে ম্যানেজারের নম্বরে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাই। পুলিশ উদ্ধার করে কেন্দ্রে পৌঁছে না দিলে আমার বোন পরীক্ষা দিতে পারতো না।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোমেনুল হক জানান, আমরা দ্রুত তাকে পরীক্ষার কক্ষে পৌঁছে দিয়েছিলাম। আমি পুলিশকে ধন্যবাদ জানাই তারা মেয়েটিকে উদ্ধার করে কেন্দ্রে পৌঁছে দিয়েছেন। নয়তো মেয়েটি সারাজীবন পরীক্ষা দিতে না পারার গ্লানি বয়ে বেড়াতে হতো।

এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।