চাঁপাইনবাবগঞ্জে আজ থেকে রোজা রাখছেন ৮ গ্রামের বাসিন্দা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০২ এপ্রিল ২০২২
ফাইল ছবি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের ৮টি গ্রামের মুসলমানরা রোজা রাখা শুরু করেছেন।

শুক্রবার (১ এপ্রিল) তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেন তারা।

গ্রামগুলো হলো- সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মামিনটোলা ও চরবাগানপাড়া, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট, রাধানঘর ও ৭৬ দিঘি এবং গোমস্তাপুর উপজেলার তিনটি।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হকু জাগো নিউজকে বলেন, মূলত আহলে হাদিসের কিছু মানুষ দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইদের নামাজ ও রোজা রাখেন। বিনোদপুর ইউনিয়নের তিনটি গ্রামের মুসলমানরা রোজা রেখেছে। তবে গ্রামের সবাই করেছে বিষয়টি এমন নয়।

সদর উপজেলার দেবিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, দেবিনগরের মামিনটোলা ও চরবাগানপাড়াসহ কয়েকটি পাড়ায় কিছু মানুষ প্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখে। শুক্রবার তারাবির নামাজ আদায় করেছে তারা৷

ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মাহমুদার রহমান জাগো নিউজকে বলেন, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে দেশের অনেক জায়গাতেই রোজা ও ঈদের নামাজ আদায় করেন কিছু মানুষ। তবে এ বছর কোথায় কোথায় মিল রেখে শনিবার (২ এপ্রিল) রোজা রেখেছে তা আমাদের জানা নেই।

সোহান মাহমুদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।