বিয়ের প্রলোভনে ডেকে দলবদ্ধ ধর্ষণ, কৃষকলীগ নেতাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ০২ এপ্রিল ২০২২
গ্রেফতার ব্যক্তিরা

বগুড়ার নন্দীগ্রামে বিয়ের কথা বলে প্রেমিকাকে ডেকে এনে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে কৃষকলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও তিনজন পলাতক রয়েছেন।

শুক্রবার (১ এপ্রিল) রাতে ধর্ষণের ঘটনা ঘটে। শনিবার (২ এপ্রিল) বিকেলে ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ওই তরুণী।

গ্রেফতাররা হলেন-নন্দীগ্রাম পৌর কৃষকলীগ সভাপতি সুমন (২৬), তরুণীর প্রেমিক শাহাদত (৪২) ও তাদের সহযোগী হযরত আলী (৩৬)।

মামলা সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার ওই তরুণীর সঙ্গে নন্দীগ্রাম উপজেলার রিধইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শাহাদতের মোবাইল ফোনে পরিচয় হয়। তরুণীর স্বামী এবং শাহাদতের স্ত্রী না থাকায় একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। শুক্রবার (১ এপ্রিল) শাহাদত ওই তরুণীকে বিয়ে করবেন বলে নন্দীগ্রাম আসতে বলেন।

সন্ধ্যায় তারা দেখা করেন এবং বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন। রাত ১০টার দিকে নন্দীগ্রাম কলেজপাড়া এলাকা থেকে পায়ে হেঁটে শাহাদতের বাড়ি রিধইল গ্রামে যাচ্ছিলেন। এসময় সেখানে আগে থেকেই ওই ওত পেতে থাকা রাকিব (২৬), মনির (২৩) ও বিজয় (২৮) নামের তিন যুবক শাহাদতসহ ওই তরুণীকে আটক করেন। পরে তাদের পাশের একটি ইউক্যালিপটাস বাগানে নিয়ে যান।

সেখানে আগে থেকেই সুমন ও হযরত নামের দুই যুবক অপেক্ষা করছিলেন। ভোর পর্যন্ত তারা তরুণীকে ধর্ষণ করেন। শনিবার সকালে তিনি নন্দীগ্রাম থানায় গিয়ে ঘটনাটি জানান। এর পরপরই পুলিশ অভিযানে নামে।

দুপুরের পর তিনজনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, শাহাদতের পরিকল্পনা অনুয়ায়ী রাস্তা থেকে তারা ওই তরুণীকে তুলে নিয়ে যান এবং ধর্ষণ করেন।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম বলেন, ধর্ষণের শিকার তরুণীর জবানবন্দি নেওয়া হয়েছে। গ্রেফতার তিনজনের স্বীকারোক্তি অনুযায়ী ছয়জনের নামে মামলা রেকর্ড করা হয়েছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।