গোপালগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৩ এপ্রিল ২০২২
বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন আইনজীবীরা

গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলমাস হোসেন মৃধাকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে আইনজীবীরা।

রোববার (৩ এপ্রিল) সকালে ঘণ্টাব্যাপী আদালত চত্বরে তারা এ কর্মসূচি পালন করেন। এসময় শতাধিক আইনজীবী বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

সমাবেশে আইনজীবীরা আগামী তিনদিনের মধ্যে গোপালগঞ্জ থেকে অন্যত্র চলে যাবার আল্টিমেটাম দেওয়া হয়। না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।

jagonews24

বিক্ষোভ সমাবেশে জেলা আইনজীবী সমিতির সভাপতি সুনীল কুমার দাস, সাধারণ সম্পাদক এম. জুলকদর রহমান, সাবেক সভাপতি আতিয়ার রহমান, শেখ নাসির আহম্মেদ, সাধারণ সম্পাদক কাজী মেজবাহ উদ্দিন, সাবেক পিপি আব্দুল হালিম, আমিনুর রহমান বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

বিচারপ্রার্থীদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদ ও বিচারকের প্রত্যাহারের দাবিতে গত ১০ দিন ধরে আদালত বর্জন করে আসছেন আইনজীবীরা।

মেহেদী হাসান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।