নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে খাদে, হেলপার নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১০:২৮ এএম, ০৪ এপ্রিল ২০২২
ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে মাটি ভর্তি ট্রাক্টর উল্টে সড়কের পাশের খাদে পড়ে হেলপার মো. হাসান (১৩) নিহত হয়েছেন।

সোমবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মো. হাসান গোয়ালপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিজেই ট্রাক্টর চালিয়ে গঙ্গাদাসপুর গ্রামের ভৈরব নদী থেকে মাটি ভর্তি করে গঙ্গাদাসপুর গ্রামের একটি ইটভাটায় নিয়ে যাচ্ছিলেন। ট্রাক্টরটি গ্রামের মাঝ বরাবর গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় চালক হাসান ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সালাউদ্দীন কাজল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।