চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০৪ এপ্রিল ২০২২

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মহুবুল ওরফে কালু (৪৫) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত কালু রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা বলেন, ২০১৮ সালের ৩ জানুয়ারি সদর উপজেলার বাররশিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ মহুবুলকে আটক করে র‌্যাব-৫। এ ঘটনায় র‌্যাবের উপ-পরিদর্শক মাহমুদুল হাসান মহুবুলকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক জাহিদুল ইসলাম ১১ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে ৯ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

সোহান মাহমুদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।