দোকানে টাঙানো তালিকায় পণ্যের নাম থাকলেও মূল্য নেই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১০:৫৮ এএম, ০৫ এপ্রিল ২০২২
দোকানে টাঙানো তালিকায় শুধু পণ্যের নাম

মুদি দোকানে টাঙানো তালিকায় পণ্যের নাম থাকলেও নেই মূল্য। এছাড়া অনেক দোকানে টাঙানো তালিকায় বসানো নেই সঠিক মূল্য। তাই ১০ দোকান মালিকের ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার বাজার এলাকায় ভ্রামাম্যণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ। তাকে সহযোগিতা করে ভৈরব থানার পুলিশ।

এ বিষয়ে মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে এবং সহনীয় রাখতে ভৈরব পৌরসভার বাজার এলাকায় ভ্রামাম্যণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দোকানে তালিকা না টাঙানো, পণ্যের নাম থাকলেও মূল্য না থাকা, নির্ধারিত মূল্য না বাসানোর অপরাধে ১০ দোকান মালিককে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দোকানে টাঙানো তালিকায় পণ্য থাকলেও মূল্য নেই

তিনি আরও বলেন, এছাড়া বাজারের রাস্তা দখল করে যারা ব্যবসা করছিলেন তাদের উচ্ছেদ করা হয়। প্রশস্ত রাস্তা দখল করে যারা জন দুর্ভোগ সৃষ্টি করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাস্তা দখল করলে বিনা নোটিশে মালামাল বাজেয়াপ্ত করা হবে বলে জানানো হয়েছে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।