স্কুলে কমিটি নিয়ে দ্বন্দ্বে একজন ছুরিকাহত, বাবা-ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০৫ এপ্রিল ২০২২
প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মন্তেজার রহমান (৫৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় মানিকুর রহমান মানিক (৫৫) ও তার ছেলে মনিরুজ্জামান ওরফে জীবনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।

এদিকে, ছুরিকাঘাতের ঘটনায় আহতের ছেলে মেহেদী হাসান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পরে মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়নের শাহ্নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে মন্তেজার রহমান ও মানিকুর রহমান পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে ম্যানেজিং কমিটি গঠন করা হলেও কমিটির নির্বাচনী প্রক্রিয়া সঠিক হয়নি মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন মন্তেজার। বিষয়টির তদন্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ প্রাথমিক শুনানির জন্য গত সোমবার (৪ এপ্রিল) বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অভিযোগকারীকে নিজ কার্যালয়ে ডাকেন। তদন্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করে দুপুর ১টার দিকে বাড়ি ফিরছিলেন মন্তেজার। এসময় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে প্রকাশ্যে মানিক ক্ষিপ্ত হয়ে মন্তেজারকে ছুরিকাঘাত করেন। খবর পেয়ে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং রক্তমাখা ছুরিসহ মানিক ও তার ছেলে জীবনকে গ্রেফতার করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ছুরিকাঘাতকারীদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।