চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মকর্তা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:০৮ এএম, ০৮ এপ্রিল ২০২২
নিহত মাইনুল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকায় ট্রাকের ধাক্কায় মাইনুল (৪৫) নামে বেসরকারি সংস্থা (এনজিও) আশার এক কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চৌডালা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইনুল উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শামপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি আশা এনজিওর কানসাট শাখায় কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, মাইনুল মোটরসাইকেল চালিয়ে কানসাট থেকে বাড়ি ফিরছিলেন। পথে চৌডালা ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মাইনুল। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোহান মাহমুদ/আরএডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।