আসমানখালীর বিশ্বাস ফুডসকে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ০৯ এপ্রিল ২০২২
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করে আসছে মেসার্স বিশ্বাস ফুডস

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারের মেসার্স বিশ্বাস ফুডস মিষ্টি কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিক হাবিবুর রহমানকে এ জরিমানা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

তিনি জানান, পুরো কারখানাই একটা দুর্গন্ধের নর্দমা। মিষ্টি তৈরির উপকরণের মধ্যে মশা-মাছি আর ময়লা নর্দমায় পোকা কিলবিল করছে। এমন অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করে বাইরে খুব সুন্দর ডেকোরেশন করা দোকানে বিক্রি করা হচ্ছে। অথচ বাজারের ওপরই এ কারখানায় বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয় না। এটা সাধারণ ভোক্তাদের সঙ্গে চরম প্রতারণা।

আসমানখালীর বিশ্বাস ফুডসকে ৫০ হাজার টাকা জরিমানা

তিনি আরও জানান, জরিমানার পাশাপাশি কারখানাটি সাতদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে একই অভিযানে আরেকটি মিষ্টান্ন প্রতিষ্ঠানের মালিক প্রবোধ কুমার সাহাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

আসমানখালীর বিশ্বাস ফুডসকে ৫০ হাজার টাকা জরিমানা

অভিযানে সহযোগিতায় ছিলেন আসমানখালী ক্যাম্পের পুলিশ সদস্যরা।

চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সালাউদ্দীন কাজল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।