মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
মানিকগঞ্জের সিংগাইরে কাঠমিস্ত্রিকে হত্যার দায়ে চন্দ্র লাল অধিকারী (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রোববার (১০ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত চন্দ্র লাল অধিকারী জেলার সিংগাইর উপজেলার স্বরুপপুর এলাকার মৃত কুমেদ অধিকারীর ছেলে। একই মামলা থেকে খালাস পায় স্বরুপপুর এলাকার আবুল চন্দ্র রায় এবং নিমাই চন্দ্র রায় নামের অপর দুই ব্যক্তি।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নিরঞ্জন বসাক জানান, ২০১২ সালের ১৫ অক্টোবর পূর্ব শত্রুতার জের ধরে স্বরুপপুর গ্রামের জিন্নত আলীর বাড়ির সামনে বিমল মণ্ডলকে মারধর করেন চন্দ্র লাল অধিকারীসহ আরও কয়েকজন। এ ঘটনার পর বিমলকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
সেখানে তার অবস্থার অবনতি হলে গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিচার চেয়ে সিংগাইর থানায় হত্যা মামলা করেন বিমলের বাবা কুসাই মণ্ডল। এরপর বিচারক ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
বি.এম খোরশেদ/জেআইএম