ব্রাহ্মণবাড়িয়ায় সব ধরনের যান চলাচল বন্ধের হুঁশিয়ারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১০ এপ্রিল ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় সব ধরনের যান চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন নেতারা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকমালিক গ্রুপের সভাপতির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা না হলে সব ধরনের যান চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

রোববার (১০ এপ্রিল) দুপুরে জেলা শহরের মেড্ডায় জেলা ট্রাকমালিক গ্রুপের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের ১০টি কমিটি নিয়ে গঠন করা সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব মিজানুর রহমান তানিম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর অত্যন্ত ব্যস্ততম এলাকা। অথচ এই শহরে একটি ট্রাকস্ট্যান্ড নেই। আমরা বিভিন্ন সরকারি অফিসে ধরনা দিয়েও একটি ট্রাকস্ট্যান্ডের ব্যবস্থা করতে পারিনি। পরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাধ্যমে মেড্ডায় কোকিল টেক্সটাইল মিলের সামনে এক জায়গায় ট্রাকস্ট্যান্ডটি গড়ে তুলি। কিন্তু গতবছর জেলা পরিবেশ অধিদপ্তর আমাদের বিরুদ্ধে ১০ লাখ টাকা জরিমানা করে।

তিনি আরও বলেন, ‘সম্প্রতি আবার ট্রাকমালিক গ্রুপের সভাপতি শেখ মো. মহসিনকে আসামি করে থানায় মামলা করে পরিবেশ অধিদপ্তর। অথচ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা জায়গা ভরাট করে আমাদের দিয়েছে ট্রাকস্ট্যান্ড করতে। পৌরসভা এ বিষয়ে লিখিত ব্যাখা দিয়েছে। মামলা হলে পৌরসভার বিরুদ্ধে হওয়ার কথা। তারপরও আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলা দিয়ে যাচ্ছেন।’

জেলা ট্রাকমালিক গ্রুপের সভাপতি শেখ মো. মহসিন বলেন, গত ৬ এপ্রিল জেলা প্রশাসক জানিয়েছেন তিনি বিষয়টি দেখবেন। সাংবাদিক ভাইদের এ ব্যাপারে লিখতে আহ্বান জানাবো। তারপরও যদি তারা মামলা প্রত্যাহার না করেন তাহলে বাস, ট্রাক, সিএনজি ও অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করে দেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি অহিদ মিয়া, সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন খোকন প্রমুখ।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক নুরুল আমিন বলেন, ‘একটি মামলা করা হয়েছে। বিষয়টি এখন আদালতে দেখবেন। আমাদের করণীয় কিছু নেই।’

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।