বাবার ভ্যানে চড়ে কলেজে যাওয়া হলো না স্বপ্নার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১০ এপ্রিল ২০২২
ফাইল ছবি

বাবার ভ্যানে চড়ে কলেজে যাওয়ার পথে পিকআপচাপায় স্বপ্না আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন বাবা মো. শহিদ।

রোববার (১০ এপ্রিল) সকালে সাটুরিয়া উপজেলার তিল্লী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। সে মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে কলেজে যাওয়ার জন্য স্বপ্না তার বাবার সঙ্গে ভ্যানে করে পাশের হাটে যাচ্ছিলেন। তারা তিল্লী ব্রিজের দক্ষিণ পারে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপ চাপা দেয়। এতে গুরুতর আহত হন স্বপ্না ও তার বাবা। পরে পিকআপচালকসহ স্থানীয়রা তাদের মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক স্বপ্নাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. শহিদ বলেন, প্রতিদিনের মতো আজও ভ্যান নিয়া বের হই। ওই ভ্যানে করে মেয়েকে মাঝে মধ্যে বাংলাদেশ হাট পর্যন্ত দিয়ে আসি। কিন্তু আজ আর মেয়েকে নিয়ে যাইতে পারলাম না।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, তিল্লী এলাকায় সড়ক দুর্ঘটনার খবর শুনেছি। নিহতের মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বি.এম খোরশেদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।