চুল ছোট না করায় শিক্ষার্থীকে বেত্রাঘাত, শিক্ষক বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১২ এপ্রিল ২০২২
প্রতীকী ছবি

মানিকগঞ্জে ছাত্রকে বেত্রাঘাত করার অভিযোগে এক সহকারী শিক্ষককে সাময়িক বহিস্কার করা হয়েছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষক আনিস উদ্দিনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় বিদ্যালয় পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, সকাল ৯টার দিকে ষষ্ঠ শ্রেণির প্রথম ক্লাসে শ্রেণি শিক্ষক আনিস উদ্দিন কয়েকজন ছাত্রকে বেত্রাঘাত করেন। পরে আহত এক ছাত্রের বাবা বিদ্যালয় বরাবর লিখিত অভিযোগ করেন। বিকেলে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকা হয়। সেখানে অভিযুক্ত শিক্ষক আনিস উদ্দিনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, ঘটনা তদন্তে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আনিস উদ্দিন বলেন, তিনি ষষ্ঠ শ্রেণির ইংরেজি এবং নবম ও দশম শ্রেণির ইতিহাস পড়ান। আজ ষষ্ঠ শ্রেণির প্রথম ক্লাসে চারজন শিক্ষার্থীকে বেত্রাঘাত করা হয়।

কারণ হিসেবে তিনি বলেন, অনেক দিন ধরে শিক্ষার্থীদের চুল ছোট করার জন্য বলা হয়েছিল। যারা বড় চুল রেখেছিল তারা কেটে ছোট করেছে। কিন্তু চার শিক্ষার্থী তাদের চুল ছোট করেনি। এ কারণে তাদের বেত্রাঘাত করা হয়েছে। কাজটি ঠিক হয়নি বলে তিনি পরে আহত শিক্ষার্থীর বাবার (অভিযোগকারীর বাবা) কাছে ক্ষমা চেয়েছেন।

বি এম খোরশেদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।