ভোলায় জন্ম হলো পেট জোড়া লাগানো যমজ শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১১:১৬ এএম, ১৩ এপ্রিল ২০২২

ভোলায় পেট জোড়া লাগানো যমজ শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে ভোলার লালমোহন উপজেলার লালমোহন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে শিশু দুটি প্রসব করেন মিতু বেগম নামে এক প্রসূতি।

এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে শিশু দুটিকে দেখতে ভিড় করছেন স্থানীয়রা।

মিতু বেগম লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি হাওলা গ্রামের ফকির বাড়ির মো. বিল্লাল হোসেনের স্ত্রী। তার স্বামী বিল্লাল হোসেন একজন রাজমিস্ত্রি।

মিতুর স্বামী মো. বিল্লাল হোসেন জাগো নিউজকে জানান, সোমবার (১১ এপ্রিল) বিকেলে তার স্ত্রীর প্রসব বেদনা ওঠে। পরে তাকে লালমোহন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার স্ত্রীর অস্ত্রোপচার (সিজারিয়ান) করেন ডা. মুমতাহিনা হক জিম ও এনেস্থেসিওলজিস্ট ডা. মো. আবু সাফওয়ান।

তিনি জানান, শিশু দুটিকে অপারেশনের মাধ্যমে আলাদা করতে যে টাকা খরচ হবে তা তার পক্ষে জোগাড় করা অসম্ভব। এজন্য তিনি সকলের কাছে সহযোগিতা চান।

ডা. মুমতাহিনা হক জিম জানান, সঠিকভাবে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটি জন্মগ্রহণ করেছে। তারা বর্তমানে সুস্থ আছে। উন্নত চিকিৎসার মাধ্যমে ওই শিশুদের আলাদা করা যাবে।

জুয়েল সাহা বিকাশ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।