নোয়াখালীতে বিষপানে মা-মেয়ের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১৪ এপ্রিল ২০২২
ফাইল ছবি

নোয়াখালীর কবিরহাটে ছয় বছর বয়সী কন্যা সন্তানসহ সাজেদা আক্তার (২৭) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সাজেদা আক্তার চাপরাশিরহাট ইউনিয়নের ওমান প্রবাসী গোলাম কুদ্দুসের স্ত্রী। তাদের নিহত কন্যার নাম জান্নাতুল মাওয়া (৬)।

স্থানীয়রা জানায়, ১০ দিন আগে গোলাম কুদ্দুস ওমান থেকে দেশে ফিরে আসেন। আগে থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। বুধবার রাতে পারিবারিক বিষয় নিয়ে বড়ছেলে জিহাদকে (১০) মারধর করেন গোলাম কুদ্দুস। এ নিয়ে স্ত্রী সাজেদা আক্তারের সঙ্গে একাধিকবার বাগবিতণ্ডা হয়। রাগের মাথায় দুই সন্তানসহ বিষপান করতে চেয়েছিলেন সাজেদা। কিন্তু অবুঝ মাওয়া মায়ের দেওয়া বিষপান করলেও শিশু জিহাদ তা পান করেনি।

নিহত নারীর দেবর মো. গোলাম সারোয়ার জানান, রাতের ঝগড়ার জের ধরে বৃহস্পতিবার বিকেলে স্বজনদের অজান্তে মেয়েসহ নিজে কীটনাশক খান। পরে ঘরে থাকা লোকজন বিষয়টি টের পেয়ে তাদের দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকেল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল মাওয়াকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে সাজেদাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে রাতে তিনিও মারা যান।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।