চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রনিক্সের দোকানে আগুন, ৬৫ লাখ টাকার ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জে একটি ইলেকট্রনিক্সের দোকানে আগুন লেগেছে। এতে ৬০ থেকে ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকানের মালিক ইকবাল আহম্মেদ ।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে শহরের ঝিলিম রোডের ওই দোকানে অগ্নিকাণ্ড ঘটে।
কামাল ইলেকট্রনিক্সের মালিক ইকবাল আহম্মেদ বলেন, হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আমার দোকানে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে এসি ফ্যানসহ দোকানের আসবাবপত্র পুড়ে প্রায় ৬০ থেকে ৬৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন জাগো নিউজকে বলেন, কামাল ইলেকট্রনিক্সে অগ্নিকাণ্ডের ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থালে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে এ সময়েই তার গুদামে ও দোকানে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি বলেন, ওই দোকানের গুদামে অবৈধভাবে এসব মালামাল রাখা ছিল। কোনো ব্যবসায়ী এভাবে এতো মালামাল দোকানে রাখতে পারেন না।
সোহান মাহমুদি/আরএডি