জলকেলিতে মাতলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা
পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের উৎসব সাংগ্রাইয়ের একটি অবিচ্ছেদ্য অংশ জলকেলি (পানি ছিটানো)। এ উৎসবকে কেন্দ্র করে আনন্দে মেতেছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বান্দরবান সদরের উজানিপাড়ার সাংগু নদীর চর এলাকায় জলকেলি অনুষ্ঠিত হয়।
জলকেলি (মারমা ভাষায় মিঠারী) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে মারমা ও রাখাইন সম্প্রদায়দের একটি সামাজিক অনুষ্ঠান। গৌতম বুদ্ধের মূর্তিকে স্নান করিয়ে সবার মধ্যে পবিত্রতার ছোঁয়া ছড়িয়ে দিতে মূলত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরাতন বছরের গ্লানি, দুঃখ-কষ্ট এবং অশুভ শক্তিকে বিদায় জানিয়ে মৈত্রীজলে বন্ধন সৃষ্টি এবং নতুন বছরে মঙ্গল কামনা করায় হলো জলকেলির উদ্দেশ্য। গ্রামে গ্রামে জলকেলির আয়োজন করেন তরুণ-তরুণীরা।
একসময় তরুণ-তরুণীরা প্রিয় মানুষের সঙ্গে জলকেলিতে অংশ নিলেও এখন সামাজিকতায় আনন্দের জন্য যে কারোর সঙ্গে অংশ নেন।
উৎসব উদযাপন কমিঠির সভাপতি থেওয়াং মারমা জানান, মৈত্রীময় পানি ছিটানোর মধ্যদিয়ে এ বছরের মহা সাংগ্রাই অনুষ্ঠান শেষ হবে।
নয়ন চক্রবর্তী/এসআর/এমএস