শিশু তাসপিয়ার খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১৫ এপ্রিল ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে নিহত শিশু তাসপিয়ার খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে জেলা গণঅধিকার পরিষদ।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার চৌমুহনী চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সংগঠনের নোয়াখালী জেলা শাখার সমাজসেবা সম্পাদক সিনবাত সাকিল বলেন, বেগমগঞ্জে সন্ত্রাসীদের এখনই লাগাম টেনে না ধরলে এরা একের পর এক খুন করেই যাবে। ছোট্ট তাসপিয়ার তো কোনো দোষ ছিল না। কিন্তু সন্ত্রাসীরা তাকেও বাঁচতে দিলো না। এর তীব্র নিন্দা জানিয়ে খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।

murder1

নিহত তাসপিয়ার চাচা ফিরোজ কবির, চাচি হোসনে আরা, চাচাতো ভাই ইমাম হোসেন, মামাতো ভাই মামুনসহ জেলা গণঅধিকারের অন্য নেতারা এতে বক্তব্য দেন।

মানববন্ধনে তাসপিয়ার স্বজন ছাড়াও এলাকার সবস্তরের লোকজন অংশ নেন। এসময় সবাই তাসপিয়ার খুনিদের ফাঁসি চেয়ে শ্লোগান দেন।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।