মেহেরপুরে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৬ এপ্রিল ২০২২

মেহেরপুরে আছলিমা খাতুন নামে ডায়রিয়ায় আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) ভোরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামে।

কয়েকদিন ধরেই মেহেরপুরে বেড়েছে ডাইরিয়ার প্রকোপ। গত তিন দিনে হাসপাতালে ভর্তি হয়ে ২৫০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। ১০ শয্যার বিপরীতে প্রতিদিন ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি থাকছেন। শয্যা সংকটের কারণে রোগীরা বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন সেবিকারা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, পর্যাপ্ত ওষুধ রয়েছে, রোগীর চাপ বাড়লেও ওষুধ সংকট হবে না।

হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মখলেচুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রের্ফাডকৃত রোগী আছলিমা খাতুন জেনারেল হাসপাতালে এসে ভর্তি হন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তার পরীক্ষা-নীরিক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

আসিফ ইকবাল/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।