প্রবাসী জামাইয়ের বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ, শ্বশুরসহ আটক ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৬ এপ্রিল ২০২২
পুলিশের হাতে আটকরা

ব্রাহ্মণবাড়িয়ায় মাঝরাতে বহুতল ভবনে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে পৌর শহরের পীরবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামের আব্দুল বাসেরের ছেলে আবুল কালাম (৩৯) ও একই এলাকার আবু তাহেরের ছেলে লতিফ (৪০), সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের মৃত মুস্তু মিয়ার ছেলে ইলু মিয়া (৬৫), একই এলাকার মৃত ধনু মিয়ার ছেলে উজ্জ্বল (২৭) ও ইয়াকুব আলীর ছেলে কাউসার (৩১)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী শাহ আলম পীরবাড়ি এলাকায় একটি বহুতল ভবন নির্মাণ করেছেন। তিনি প্রবাসে থাকায় বাড়িটির রক্ষণাবেক্ষণ করেন তার শ্বশুর আবুল কালাম। বহুতল বাড়িটিতে কোনো গ্যাস সংযোগ ছিল না। সরকারিভাবে নতুন সংযোগ দেওয়া বন্ধ রয়েছে।

শুক্রবার মাঝরাতে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার খবর পেয়ে ভবন মালিক প্রবাসী শাহ আলমের শ্বশুর আবুল কালামসহ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লেবু মিয়া জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল থেকে ভবনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তি ও শ্রমিকসহ পাঁচজনকে আটক করা হয়। এ সময় গ্যাস সংযোগের জন্য আনা পাইপ ও নির্মাণ সামগ্রী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।