তৃতীয় লিঙ্গের সদস্যদের বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১৬ এপ্রিল ২০২২
ফাইল ছবি

নোয়াখালী সদর উপজেলায় তৃতীয় লিঙ্গের সদস্যদের বাসা থেকে তারেক হোসেন (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে শহরের হাসপাতাল সড়কের পশ্চিম মাইজদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তারেক হোসেন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা গ্রামের বেলাল হোসেনের ছেলে। পরিবারের দাবি, তৃতীয় লিঙ্গের সদস্যরা তারেককে পিটিয়ে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে।

স্থানীয় সূত্র জানায়, তারেক দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গের সদস্যদের সঙ্গে একই বাসায় থাকতেন। শুক্রবার সকালে তৃতীয় লিঙ্গের সবাই বাসা থেকে বের হয়ে যান। সন্ধ্যায় তারা বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারেককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তবে নিহত তারেকের বড়ভাই আজগর হোসেনের অভিযোগ, দেড় বছর আগে সোনালী নামে এক তৃতীয় লিঙ্গের সদস্য বাড়ি থেকে তারেককে তাদের কাছে নিয়ে আসেন। এরপর থেকে তারা তারেককে আটকে রেখে বিভিন্নভাবে নির্যাতন চালান। দীর্ঘ দেড় বছরে তারেককে একদিনের জন্য ছেড়ে দিলেও দুইদিন পর আবার বাড়ি থেকে তাদের আস্তানায় নিয়ে আসেন। শুক্রবার কোনো একসময় তারা তারেককে পিটিয়ে হত্যা করে এখন আত্মহত্যা বলে প্রচার করছেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ওই বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তারেক। মরদেহের ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।