জনকল্যাণই ছিল বঙ্গবন্ধুর ব্রত: আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৬ এপ্রিল ২০২২
ফাইল ছবি

জনকল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

তিনি বলেন, জনকল্যাণই ছিল জাতির জনক বঙ্গবন্ধুর ব্রত। আমরা তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জনকল্যাণে যা যা করা দরকার তাই করবো।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার তারাগনে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল মোনেম লিমিটেডের উদ্যোগে ৬০০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, জেলা পরিষদ সদস্য মো. আতাউর রহমান নাজিম প্রমুখ।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।