একমাস পর ক্লাসে ফিরলেন শিক্ষক হৃদয় মণ্ডল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:০২ পিএম, ১৯ এপ্রিল ২০২২
একমাস পর ক্লাস নিয়েছেন বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল

একমাস পর নিজ কর্মস্থলে ক্লাস নিয়েছেন বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। এ উপলক্ষে স্কুল কমিটির আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে মুন্সিগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। এদিন শিক্ষক হৃদয় মণ্ডল দশম শ্রেণির গণিত ক্লাস নেন।

এদিকে, সম্প্রীতির সমাবেশে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর ঘোষ, জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি হামিদা খাতুন, জেলা বার কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য রঞ্জন সাহা, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ।

Hridoy-Mondol-2.jpg

গত ২০ মার্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ক্লাস চলাকালে ধর্মীয় বিষয়ে হৃদয় মণ্ডলের বিভিন্ন কথোপকথন শিক্ষার্থীরা মোবাইলে রেকর্ড করেন। এতে ধর্মের বিষয়ে আপত্তিকর কথা ও অবমাননার অভিযোগ তুলে ক্লাস শেষে শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দেন।

২২ মার্চ বিদ্যালয় চলাকালে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা ও জিজ্ঞাসাবাদের জন্য ওই শিক্ষককে থানায় নিয়ে যায়।

ওইদিন বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে ধর্ম অবমাননার অভিযোগে মুন্সিগঞ্জ সদর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় শিক্ষক হৃদয় মণ্ডলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর ১০ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে তদন্ত কমিটির সঙ্গে গত ১২ এপ্রিল স্কুলে আসেন তিনি।

আরাফাত রায়হান সাকিব/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।