সড়কে নামলো টয়লেটযুক্ত স্লিপার কোচ, আছে নামাজের স্থানও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১২:৫১ পিএম, ২১ এপ্রিল ২০২২

ঢাকা-সাতক্ষীরা রুটে চালু হলো টয়লেটযুক্ত অত্যাধুনিক স্লিপার কোচ। এম আর পরিবহনের এ কোচে রয়েছে ডাবল বেডের ১০টি ও সিঙ্গেল বেডের আটটি কেবিন। প্রতিটি কেবিনে টেলিভিশন ও চার্জিং পোর্ট রাখা হয়েছে। রয়েছে এলইডি লাইটিং স্ট্রাইপ ও এসি কন্ট্রোলার। যাত্রীর সুবিধার্থে পেছনের দিকে রাখা হয়েছে টয়লেটের ব্যবস্থা। আছে নামাযের স্থানও।

ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে প্রতিটি কেবিনে পর্দার বদলে গ্লাস পার্টিশন করা হয়েছে। এছাড়া প্রতিটি কেবিনে আর্টিফিশিয়াল ফুলের ডিজাইন করা। রয়েছে ওয়াইফাই সুবিধাও।

jagonews24

বুধবার (২০ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা সঙ্গীতা মোড়ে এম আর পরিবহন কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে প্রথম যাত্রার মাধ্যমে নতুন এ বাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক।

এম আর পরিবহনের পরিচালক শফিউল্লাহ রাজু জাগো নিউজকে বলেন, বাংলাদেশে টয়লেট কেবিন যুক্ত স্লিপার কোচ এটিই প্রথম। বাসটি প্রতিদিন সাতক্ষীরার শ্যামনগর থেকে ঢাকা রুটে চলাচল করবে। আমরা সাতক্ষীরার যাত্রীদের সর্বাধুনিক মানের সেবা দিতে পেরে আনন্দিত।

jagonews24

এম আর পরিবহনের চেয়ারম্যান নুরুল হক জাগো নিউজকে বলেন, অত্যাধুনিক স্লিপার কোচটি অশোক লেল্যান্ড চ্যাসিসে নির্মাণ করেছে দেশের ক্লাস মোটরস লি.। এত সুযোগ সুবিধা সম্পন্ন এমন স্লিপার কোচ বাংলাদেশে এটিই প্রথম। প্রাথমিকভাবে শ্যামনগর থেকে ঢাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা। সেবাটি আপাতত ঢাকা সাতক্ষীরা রুটে থাকলেও পরবর্তীতে সাতক্ষীরা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার পর্যন্ত এ বাস সার্ভিস চালু হবে।

আহসানুর রহমান রাজীব/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।