জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথমবর্ষের ফল প্রকাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২১ এপ্রিল ২০২২
ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২০ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) এ ফল প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান।

তিনি বলেন, এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৭৯ টি কলেজের মোট ৪ লাখ ৭৪ হাজার ২৪৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফল আজ সন্ধ্যা ৭টা থেকে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nuh1Registration No লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bdwww.nubd.info থেকেও ফলাফল জানা যাবে।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।