রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি আর নেই
রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম (৬০) আর নেই (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজিউন)।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ১১টায় চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন ধরে মাথায় টিউমারজনিত কারণে চিকিৎসাধীন ছিলেন। এক পর্যায়ে সেটি ক্যান্সারে রূপান্তরিত হয়।
রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল জানান, মরদেহ রাঙ্গামাটি নিয়ে আসা হবে। পরিবারের সঙ্গে আলোচনার পর জানাজা ও দাফন সম্পর্কে জানানো হবে।
পেশায় ঠিকাদার এ নেতা রাঙ্গামাটি পৌর বিএনপির সভাপতি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হয়ে সর্বশেষ দুই দফায় জেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হন।
এদিকে জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদার। শোক বার্তায় তিনি বলেন, বিএনপির রাঙামাটি জেলার সভাপতি মোহাম্মদ মো. শাহ আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
শংকর হোড়/আরএইচ/জিকেএস