দেশের মানুষ এখন সুরক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী
বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের বেখেয়ালি হলে চলবে না। সবাইকে টিকা নেওয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি আরও বলেন, করোনা টিকা নেওয়ার কারণে দেশের মানুষ এখন সুরক্ষিত।
শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে করোনা এখন নিয়ন্ত্রণ আছে বলেই অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সবসময় সহযোগিতা ও দিকনির্দেশনা ছিল। এ কারণে করোনা নিয়ন্ত্রণে আমরা সফলতা পেয়েছি।’
দেশের প্রায় ১৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘টিকা নেওয়ার কারণে মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে। সংক্রমণ নেই বললেই চলে। টিকার কারণে আমাদের দেশের মানুষ এখন সুরক্ষিত আছে।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বি এম খোরশেদ/এসআর/জেআইএম