রাস্তার পাশে সাজানো ছিল ‘রূপসী নওগাঁর’ ইফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৪ এপ্রিল ২০২২

শহরের কেডির মোড়ে রাস্তার পাশে ফুটপাতে ওয়ান টাইম প্যাকেট ও একটি পানির বোতল লাইন করে সাজানো। শনিবার (২৩ এপ্রিল) বিকেলে অসহায়দের জন্য এমন ব্যতিক্রম ইফতারের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’।

এভাবে নওগাঁ শহরের ব্রিজ মোড়, কেডির মোড় এবং মুক্তির মোড়ে শতাধিক ইফতার প্যাকেট বিতরণ করা হয়। যার প্রয়োজন তিনি প্যাকেটটি নিয়ে যাচ্ছেন। প্রতিটি প্যাকেটে ছিল- বিরিয়ানি, ছোলা, জিলাপি, আপেল, খেজুর, সালাদ, পিঁয়াজু ও বেগুনি।

অনেকে প্যাকেটের দিকে চেয়ে ছিলেন। কিন্তু লজ্জায় আসতে পারছিলেন না। পরে তাদের ডেকে ডেকে প্যাকেট দেওয়া হয়। আবার অনেকে নিজ থেকে প্যাকেট নিয়ে যান।

শহরের উকিল পাড়ার বাসিন্দা রিকশাচালক মন্টু মিয়া বলেন, সারাদিন রোজা রেখে রিকশা চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। ইফতারের আগে কেডির মোড় দিয়ে বাড়ি ফিরছিলাম। দেখছি থরে থরে প্যাকেট সাজানো। এগুলো নাকি অসহায়দের জন্য। পরে সেখান থেকে একটি প্যাকেট নিয়েছি। প্যাকেট যা ছিল একজন রোজাদারের জন্য যথেষ্ট।

রাস্তার পাশে সাজানো ছিল ‘রূপসী নওগাঁর’ ইফতার

স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’ পরিচালক ডেন্টিস্ট মো. খালেদ বিন ফিরোজ বলেন, সমাজের অনেক অসহায় মানুষ আছেন যাদের আয় কম হওয়ায় ভালো ইফতার কিনে খেতে পারেন না। আবার অনেকে আছেন ভালো খাবারের ইচ্ছা থাকলেও বলতে পারেন না। তাদের কথা চিন্তা করে এমন ব্যাতিক্রমী আয়োজন করা হয়েছে। আমাদের অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সামর্থ্য না থাকায় অনেক কার্যক্রম পরিচালনা করতে পারি না। কোনো সহৃদয়বান যদি সহযোগিতা করতে চান আমরা তাকে সাদরে গ্রহণ করবো।

এ সময় উপস্থিত ছিলেন রূপসী নওগাঁর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাজু রহমান সুজন, প্রচার সম্পাদক মোস্তফা জামাল রিপন, অর্থ সম্পাদক আহসান হাবিব মোহন, সহ প্রচার সম্পাদক বদিউজ্জামান টিটু, সদস্য রবিউল ইসলাম, নওগাঁ ব্লাড সার্কেলের পরিচালক সৈয়ব আহমেদ সিয়াম, মো. রবিউল, তাইয়েব তানজিম, জাহিদ হাসানসহ সংগঠনের সদস্যবৃন্দ।

২০১৬ সালে কিছু উদ্যোমী মানুষের সমন্বয়ে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি গড়ে তোলা হয়েছে। মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই এ সংগঠনের মূল উদ্দেশ্য। সমাজে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও অর্থের কারণে সম্ভব হয়ে ওঠে না। তারপরও সংগঠনটি চেষ্টা করে যাচ্ছে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

আব্বাস আলী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।