গাজীপুরে ঘর পাচ্ছে আরও ২৫৪ গৃহহীন পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২৪ এপ্রিল ২০২২
বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আনিসুর রহমান

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে গাজীপুরে ২৫৪ ভূমিহীন পরিবারকে বিনামূল্যে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। মঙ্গলবার (২৬ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করবেন।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক আনিসুর রহমান সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায়  প্রথম পর্যায়ে ২৮৫টি ও দ্বিতীয় পর্যায়ে ২০২টি গৃহ ও জমি উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে। ৩য় পর্যায়ে গাজীপুরে বরাদ্দপ্রাপ্ত গৃহের সংখ্যা এক হাজার ৩০৮টি। এগুলোর নির্মাণ কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে নির্মিত ২৫৪টি গৃহ আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার হস্তান্তর করা হবে।

এসময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. নাসরীন পারভীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।