ফেরি সংকটে পাটুরিয়ায় যাত্রীদের দুর্ভোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২৫ এপ্রিল ২০২২

প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। এ কারণে সোমবার (২৫ এপ্রিল) দিনভর ঘরমুখো মানুষের চাপ ছিল পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে। তবে ফেরি সংকটের কারণে ঘাটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় যানবাহনগুলোকে। এতে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

সরেজমিনে ঘাটে দেখা যায়, ৫ নম্বর ঘাট দিয়ে শুধুমাত্র ছোট গাড়ি (প্রাইভেটকার, মাইক্রোবাস) পারাপার হচ্ছে। দীর্ঘ সারিতে অপেক্ষা করছে যাত্রীবাহী বাস। টার্মিনাল ছাড়িয়ে ট্রাকের সারি মহাসড়কের প্রায় তিন কিলোমিটার এলাকা পর্যন্ত ছাড়িয়ে যায়।

যাত্রী ও পরিবহন চালকরা জানান, ঘাটে ফেরির অপেক্ষায় দুই থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদের। প্রচণ্ড গরমে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ ছিল চরমে।

fare1

খোঁজ নিয়ে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ছোট-বড় ১৮টি ফেরি রয়েছে। এর মধ্যে সোমবার সকাল থেকে শাহ জালাল ও বীরশ্রেষ্ঠ রহুল আমিন নামে দুটি ফেরি পাটুরিয়ায় বিআইডব্লিউটিসির ভাসমান কারখানায় মেরামতে আছে। এর ফলে সকাল থেকে মাত্র ১৬টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার হচ্ছে।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. খালেদ নেওয়াজ জানান, সকাল থেকে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। দুপুর ৩টা পর্যন্ত ছোট-বড় মিলিয়ে পাটুরিয়া ঘাট দিয়ে প্রায় এক হাজার ৫০০ যানবাহন পার করা হয়েছে।

fare1

তিনি বলেন, দুটি ফেরি যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মেরামতে আছে। বিকেলের মধ্যে একটি ফেরি সচল হয়ে যাবে। বাকি একটি ফেরি মঙ্গলবার বহরে যোগ হবে। ঈদের প্রস্তুতি হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ২১ ফেরি চলাচল করবে। বর্তমানে ১৮টি ফেরি থাকলেও মঙ্গলবারের মধ্যে ঘাটে পৌঁছাবে আরেও তিনটি ফেরি।

এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া সর্বশেষ প্রস্ততি দেখতে দুপুরে পাটুরিয়া ঘাট পরিদর্শনে আসেন ঢাকা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জিহাদুল কবির। তিনি ঘাটে পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বি.এম খোরশেদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।