অভিযানে মিষ্টির পাত্রে মিললো মরা তেলাপোকা
নওগাঁয় বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৫ এপ্রিল) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, শহরে মিষ্টিপট্টি এলাকায় বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিষ্টির পাত্রে মরা তেলাপোকা ও ক্ষতিকর পোকামাকড় পাওয়ায় মুক্তা মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা এবং গ্র্যান্ড সুইট মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে আল আমিন সুইটকে চার হাজার টাকা এবং আদি মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকাসহ মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, ভোক্তা স্বার্থ রক্ষায় এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে।
এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক শামসুল হক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী এবং নওগাঁ পুলিশ লাইনের একটি দল সহযোগিতা করেন।
আব্বাস আলী/এফএ/জেআইএম