শিমুলিয়ায় ঘরমুখোদের চাপ, বিকল একটি ফেরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৭ এপ্রিল ২০২২

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসন্ন ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। ফেরিতে শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুটে পদ্মা পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে ঘাটে আসছে সারি সারি যানবাহন। নৌরুট হয়ে গ্রামের পথে ছুটছে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী ঘরমুখো মানুষ। যাদের মধ্যে অধিকাংশই ঈদযাত্রী।

বুধবার (২৭ এপ্রিল) সকাল থেকে পারাপারের অপেক্ষায় ঘাটে শত শত ব্যক্তিগত যানবাহন দেখা যায়। তবে আজ লঞ্চ ও স্পিডবোটে যাত্রী স্বাভাবিক ছিলো।

এদিকে যানবাহন পারাপারে নৌরুটে ২টি মিনি রোরো, ২টি কেটাইপ ও ২টি ডাম্পসহ মাত্র ৮টি ফেরি থাকলেও বর্তমানে সচল রয়েছে ৭টি। বুধবার সকাল ৯টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে মিনি ফেরি বেগম রোকেয়া।

Ghat-(3).jpg

ফলে ফেরির অপ্রতুলতায় বিপুল সংখ্যক যানবাহন পারপারে বেশি লাগছে সময়। ঈদযাত্রা আনন্দের হলেও ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে রোগী ও শিশুরা পড়ছে বেশি বিপাকে। ঈদ যাত্রায় ভোগান্তি এড়াতে নৌরুটে পর্যাপ্ত ফেরি সচলের দাবি যাত্রীদের।

যশোরগামী শিশু আরিশফা জানায়, বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে গ্রামে যাচ্ছি। এখানে (শিমুলিয়া ঘাট) খুব গরম, আমাদের খুব কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি বাড়ি যেতে চাই।

আবু তাহের নামে এক যাত্রী বলেন, কোনো রকম কষ্ট ছাড়া যেন যেতে পারি সেজন্য সেহরি খেয়েই ঘাটে এসেছি। ঘাটের যে পরিস্থিতি তাতে মনে হয় আরেক সেহরি এখানেই খেতে হবে।

শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, সকাল থেকে যানবাহনের উপস্থিতি বেশি ছিলো। এখন ২ শতাধিক যানবাহন রয়েছে। পর্যায়ক্রমে সব যানবাহন পারাপার করা হচ্ছে।

Ghat-(3).jpg

শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, আরো ২টি ফেরি আগামী ২৯ তারিখের মধ্যে আসার কথা রয়েছে। তখন এই বহরে ১০টি ফেরি চলাচল করবে। আমরা আশা রাখি যেহেতু এই রুটে বাস এবং ট্রাক চলাচল করবে না, যাত্রীরা যদি লঞ্চ ব্যবহার করে সেক্ষেত্রে আমরা আশা করছি দশটি ফেরি দিয়েই ঈদে যাত্রীদের সুন্দরভাবে পারাপার করতে পারবো।

তিনি আরো জানান, বিআইডব্লিউটিএ- বিআইডব্লিউটিসি, পদ্মা সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের মধ্যে একটি আলোচনা হয়েছে। রাতের বেলাও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল করতে পারবে।

বিআইডব্লিউটিএ শিমুলিয়া নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. সোলেইমান বলেন, আজ নৌরুটে কমেছে আরো ৩টি লঞ্চ। ফেরির পাশাপাশি আজ দুই নৌরুটে ৮০টি লঞ্চ ও ১৫৩ স্পিডবোট সচল রয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।