কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৭০ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৭ এপ্রিল ২০২২

অভিযান পরিচালনা করে প্রায় ৭০ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার লাবিব উসামা আহমাদুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ এপ্রিল বিসিজি স্টেশন কমান্ডার লে. শামস্ সাদেকিন নির্নয়ের নেতৃত্বে মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রীজ সংলগ্ন পঞ্চসার, গুশাইবাগ ও বিনোদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

‘পরবর্তীতে জব্দ করা জালসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও স্টেশন কমান্ডার পাগলার উপস্থিতিতে আগুনে পোড়ানো হয়।’

এসময় ওই এলাকার ৪টি কারেন্ট জালের গোডাউনে অভিযান পরিচালনা করে আনুমানিক ২ কোটি ৩০ লাখ মিটার ব্যবহার নিষিদ্ধ নতুন কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৭০ কোটি টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর, মুন্সীগঞ্জ সদর ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, মুন্সীগঞ্জ সদর।

এমআরাএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।