তৃতীয় বছরেও ‘সামান্য ইফতারে’ অসামান্য আয়োজন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৭ এপ্রিল ২০২২
সারিবদ্ধভাবে নিয়ে যাচ্ছেন ইফতার

বিকেল ৪টা বাজতেই গেটের বাইরে ভিড় করতে থাকেন ইফতার নিতে আসা সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও শিশু। সাড়ে ৪টায় গেট খুলে দেওয়া হলে ভেতরে প্রবেশ করে বসে পড়েন আগে থেকে সাজিয়ে রাখা চেয়ারে।

নেই কোনো বক্তব্য, নেই কোনো অতিথি, নেই বিতরণের কেউ। বিকেল ৫টা বাজলেই প্রত্যেকে একটি করে ইফতারের প্যাকেট নিয়ে সারিবদ্ধভাবে বের হয়ে যান। প্রতি প্যাকেটে খিচুড়ির সঙ্গে থাকে একটি সিদ্ধ ডিম এবং দুটি খেজুর।

jagonews24

২০২০ সাল থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য গাজীপুর সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি আয়োজন করে আসছে ‘সামান্য ইফতার’ নামের এ কর্মসূচি।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২০ সালে করোনার পরিস্থিতিতে শুরু হয় সামান্য ইফতার কর্মসূচির পথচলা। ২০২১ সালেও চলে এ কার্যক্রম। ২০২২ সালে এর ব্যাপ্তি বেড়েছে আরও। প্রতিদিন ১০০ প্যাকেট ইফতার দেওয়ার পরিকল্পনা নিয়ে শুরু হলেও এখন প্রতিদিন প্রায় ৫০০ প্যাকেট ইফতার নিচ্ছেন সুবিধাবঞ্চিতরা।

jagonews24

ইফতার নিতে আসা অধিকাংশই নারী। তাদের মধ্য থেকে শারমিন আক্তার বলেন, ‘এ ইফতার খাইলে রাইতে আর রান্ধন লাগে না। একবেলার খাওন রান্না করলেই চলে।’

ফিরোজ হাওলাদার বলেন, ‘এখানে বসার জন্য চেয়ার দেয়, নিজের হাতে নিজের ইফতার তুইলা নেই, সম্মানের সঙ্গে ইফতার নিয়া যাই। আবার ঈদের আগে দুধ, সেমাই, চিনি, মুরগি, কাপড় নানান কিছু পাই।’

jagonews24

রুদ্রপুর গ্রামের বিলকিস আক্তার বলেন, ‘এবার আমাগো পোলাপাইনরে নতুন জামা-কাপড়ও দিছে। পোলাপাইনে খুব খুশি, আমরাও খুশি।’

‘সামান্য ইফতার’ কর্মসূচির উদ্যোক্তা প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী জাগো নিউজকে বলেন, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আমরা সামাজিক দায়িত্ব পালনের চেষ্টা করছি। তাই এটা কোনো একক ব্যক্তির কৃতিত্ব নয়, শুভ চিন্তার বিভিন্ন ব্যক্তির আন্তরিক সহযোগিতায় চলছে এ কর্মসূচি।’

আমিনুল ইসলাম/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।