শ্রমিক নেতা হত্যায় সাবেক আ’লীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ২৮ এপ্রিল ২০২২
পুলিশের হাতে গ্রেফতার ইয়াকুব আলী খা

বগুড়ার শিবগঞ্জের ট্রাক শ্রমিক নেতা শহিদুল হত্যাকাণ্ডের আসামি সাবেক আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী খাকে (৫৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ইয়াকুব আলী উপজেলার কিচক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। এছাড়া তিনি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতিও তিনি।

সিআইডির পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা আব্দুল হান্নান জাগো নিউজকে বলেন, উপজেলার কিচক বাজারে ট্রাক শ্রমিকদের টাকা পয়সার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছিল। নিজেদের কর্তৃত্ব বাড়াতে আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে সরিয়ে তার স্থলে মুসলিম নামে আরেক ব্যক্তিকে বসাতে চেয়েছিলেন ইয়াকুব আলী খা ও আবু সাঈদ। শহিদুলকে পদ থেকে সরে যেতে বলা হলেও তিনি রাজি হননি। এর জেরে ২৪ ফেব্রুয়ারি কিচক বাজারে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে ছুরিকাঘাতে খুন করা হয়।

তদন্ত কর্মকর্তা আরও বলেন, ২৬ ফেব্রুয়ারি নিহতের বড় ভাই আনিছুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় কিচক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কিচক বাজার আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সাঈদ এবং ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইয়াকুব আলীসহ ১১জনকে আসামি করা হয়েছে। এছাড়া আরও চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

আব্দুল হান্নান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি ইয়াকুব স্বীকার করেছেন। এর আগে মামলার আরেক আসামি আমিরুল ইসলাম ২৪ মার্চ আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, ইয়াকুব আলী খার হুকুমে আরেক আসামি আবু সাঈদ শহিদুল ছুরিকাঘাতে খুন করেন।

সিআইডির পরিদর্শক বলেন, আবু সাঈদ বর্তমানে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আছেন। ঈদের দুদিন পর জামিন শেষ হবে। এ হত্যা মামলায় ইয়াকুব আলীকে নিয়ে এখন পর্যন্ত চারজন আসামি গ্রেফতার হয়েছেন। ইয়াকুব আলীও ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিন শেষে তাকে গ্রেফতার করা হয়েছে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।