নোয়াখালীতে টাকা-স্বর্ণ নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:১০ এএম, ২৯ এপ্রিল ২০২২
ফাইল ছবি

নোয়াখালীর চাটখিলে ইতালি প্রবাসীর টাকা-স্বর্ণ ও দুই সন্তান নিয়ে উধাও হওয়া স্ত্রী সালমা আক্তার রুবিকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে চাটখিল পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সালমা আক্তার রুবিকে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত আবদুল ছাত্তারের মেয়ে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, গত ৮ এপ্রিল চাটখিল পৌরসভার ফতেহপুর গ্রামের ইতালি প্রবাসী মোরশেদ আলমের স্ত্রী সালমা আক্তার রুবি নগদ ২৯ লাখ টাকা, সাড়ে ১৭ লাখ টাকার ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও দুই সন্তান নিয়ে উধাও হয়ে যায়। পরে স্বামীকে তালাকনামা পাঠায়। পরে বুধবার ওই প্রবাসী বাদী হয়ে থানায় মামলা  করলে অভিযান চালিয়ে রুবিকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতারের সময় রুবির কাছ থেকে নগদ এক লাখ ৯৬ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন জব্দ করা হয়েছে। এছাড়া তাদের ১১ বছর বয়সী মেয়ে ও চারবছর বয়সী ছেলেকে উদ্ধার করে স্বামীর হেফাজতে দেওয়া হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।