মসজিদে যাওয়ার পথে সিএনজিচাপায় প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৮:২৯ এএম, ২৯ এপ্রিল ২০২২
মো. রহমত উল্লাহ ভূ্ঁইয়া

মসজিদে যাওয়ার পথে বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশাচাপায় বীর মুক্তিযোদ্ধা মো. রহমত উল্লাহ ভূ্ঁইয়া নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে কালিকাপ্রসাদ এলাকার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার কালিকাপ্রসাদ আদর্শ পাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লাইলাতুল কদরের নামায মসজিদে আদায়ের জন্য বাড়ি থেকে রওনা হন মো. রহমনত উল্লাহ ভূঁইয়া। আদর্শপাড়া হতে মসজিদে যাবার সময় কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক পার হবার সময় বেপরোয়া গতির একটি সিএনজিচালিত অটোরিকশাচাপায় গুরুতর আহত  হন তিনি। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।