নিয়ামতপুরে ১৩ চোরাই স্মার্টফোনসহ যুবক আটক
র্যাবের হাতে আটক রেজাউল করিম
নওগাঁর নিয়ামতপুরে বিভিন্ন মডেলের ১৩টি স্মার্টফোনসহ রেজাউল করিম (৩০) নামের এক চোরাকারবারিকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিয়ামতপুর বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার তেঘরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
র্যাবের জয়পুরহাট ক্যাম্পের উপ-অধিনায়ক মাসুদ রানা সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৩টি স্মার্টফোনসহ তাকে আটক করা হয়। রেজাউল করিম দীর্ঘদিন ধরে কালোবাজারে মোবাইল বিক্রি করে আসছিলেন। তিনি এসব চোরাই স্মার্টফোন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে সংগ্রহ করে নিয়ামতপুর বাজারে বিক্রি করতেন। মামলা দিয়ে তাকে নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আব্বাস আলী/আরএইচ/জিকেএস