পাটুরিয়াঘাটে ঘরমুখো মানুষের চাপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৯ এপ্রিল ২০২২
ঘাটে যাত্রীর চাপ থাকলেও ভোগান্তির অভিযোগ নেই

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ঘাটে যাত্রীর চাপ থাকলেও ভোগান্তির অভিযোগ নেই যাত্রীদের।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম মো. খালেদ নেওয়াজ জানান, ঘাটে বৃহস্পতিবার রাতভর যাত্রী ও যানবাহনের চাপ ছিলো। গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ৯ হাজার যানবাহন পারাপার হয়েছে। সাধারণ সময় যেখানে তিন সহস্রাধিক যানবাহন পারাপার হতো।

jagonews24

তিনি আরেও জানান, ছোট-বড় ২১টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এজন্য ঘাটে চাপ থাকলেও কোনো ভোগান্তি নাই। যানবাহন সুশৃঙ্খলভাবে ফেরিতে উঠছে। তবে বিকেলের যাত্রী ও যানবাহনের চাপ আরেও বাড়বে।

দুপুর ১২ পর্যন্ত পাটুরিয়া ঘাটে শতাধিক বাস ও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।

বি.এম খোরশেদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।