কাপ্তাই হ্রদে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে মাছ শিকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ৩০ এপ্রিল ২০২২

দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলাধার রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে শনিবার মধ্য রাত থেকে সব ধরনের মৎস্য আহরণ বন্ধ হচ্ছে। আগামী তিনমাস পর্যন্ত এটি বলবত থাকবে।

মাছ শিকার বন্ধকালীন সময় কাপ্তাই হ্রদে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া স্থানীয় বরফ কলগুলো বন্ধ থাকবে। মাছ ধরা বন্ধকালীন সময় এখানকার প্রায় ২৫ হাজার জেলেকে ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙ্গামাটির ব্যবস্থাপক লে. কমান্ডার তৌহিদুল ইসলাম জানান, কাপ্তাই হ্রদে শনিবার মধ্য রাত থেকে আগামী তিন মাস মাছ শিকার বন্ধ থাকবে। এসময় প্রায় ২৫ হাজার জেলে পরিবারের জন্য বন্ধকালীন সময়ে ভিজিএফ কার্ডের খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হবে।

কাপ্তাই হ্রদে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে মাছ শিকার

তিনি আরও জানান, ২০২১ সালে হ্রদে ৪৫.৯২ মে. টন পোনা অবমুক্ত করা হয়েছে। মার্চ ২০২২ পর্যন্ত ১৭ হাজার ৭৯৯.৪৮ মে. টন মাছ অবতরণ হয়েছে যা থেকে ১০ কোটি ৪৪ লক্ষ ১৮ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়।

রাঙ্গামাটির জেলা প্রশসাক মোহাম্মদ মিজানুর রহমান জানান, কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে ১ মে থেকে আগামী তিনমাস কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মাছ শিকার বন্ধে নৌ পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিমও কাজ করবে। এসময় হ্রদে মৎস্য আহরণ করলে অপরাধ অনুযায়ী তাকে দণ্ড দেওয়া হবে।

শংকর হোড়/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।