দুই ঘণ্টায় দুর্ঘটনার শিকার ২০ মোটরসাইকেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:০৩ এএম, ০১ মে ২০২২

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় প্রধান সড়কের ওপর মাটিবাহী ট্রাক চলাচলের কারণে সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়েছে। ফলে সড়ক দিয়ে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় হঠাৎ ঝড় বৃষ্টিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যার পর দু’ঘণ্টার মধ্যে প্রায় ২০টি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি বেতনা নদী খনন কাজ শুরু হয়েছে। খননকৃত সেই মাটি এই সড়কের ওপর দিয়ে ট্রাকে করে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাক থেকে পড়া মাটি সড়কের ওপর জমে যাওয়ার ফলে সামান্য বৃষ্টিতেই কাদা তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন গুরুত্বপূর্ণ এই সড়কে চলাচলকারী পথচারী ও যানবাহন চালকরা।

বিনেরপোতা এলাকার বাসিন্দা মো. আল মামুন জাগো নিউজকে বলেন, সন্ধ্যার পর হঠাৎ ঝড় শুরু হয়। এ সময় প্রায় এক ঘণ্টা মাঝারি বৃষ্টিপাত হয়। এতেই সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় কয়েক কিলোমিটার রাস্তায় কাদা তৈরি হয়েছে। সন্ধ্যার পর থেকে সেই কাদা-পানির ওপর দিয়ে চলাচল করার সময় প্রায় ২০ জন মোটরসাইকেল চালক দুঘর্টনার শিকার হয়েছেন। আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

তিনি বলেন, আমরা সড়কের এই অবস্থার কথা পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগে ফোন দিয়ে জানিয়েছি। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কেউ কোনো পদক্ষেপ নেয়নি।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জাগো নিউজকে বলেন, সড়কের ওপর পড়ে থাকা কাদামাটি অপসারণে সংশ্লিষ্ট ঠিকাদারকে বলা হয়েছে। তারা দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে।

সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, ওই এলাকায় সড়কের কোনো সমস্যা নেই। পাকা সড়কের ওপর মাটির ট্রাক চলাচল করায় হঠাৎ বৃষ্টিতে কাদা মাটি তৈরি হয়েছে। আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তারা একটু পরে ওই এলাকা পরিদর্শনে যাবে। সড়কের ওপর থেকে কাদামাটি অপসারণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আহসানুর রহমান রাজীব/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।