রাস্তায় কুড়িয়ে পাওয়া ২৫ লাখ টাকা ফেরত দিলেন ট্রাকচালক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ০১ মে ২০২২

রাস্তায় ২৫ লাখ টাকা কুড়িয়ে পেয়ে তা ফেরত দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন নাটোরের এক ট্রাকচালক। রোববার (১ মে) দুপুরে ওই টাকা প্রকৃত মালিকের হাতে ওই টাকা তুলে দেওয়া হয়।

ওই ট্রাকচালকের নাম শাহ নেওয়াজ। তিনি নাটোর শহরের উত্তর পটুয়াপাড়ার জাফর উল্লাহর ছেলে।

টাকার মালিক গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারইগাঁও গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে লিটন মিয়া।

নাটোর থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটে মোটরসাইকেলযোগে গাজীপুর চৌরাস্তায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন লিটন মিয়া। পথে তার ২৫ লাখ টাকাসহ ব্যাগ পড়ে যায়। ওই পথ দিয়ে ঢাকা থেকে নাটোর ফিরছিলেন ট্রাকচালক শাহ নেওয়াজ। গাজীপুর এলাকায় তিনি টাকাসহ ব্যাগটি পান।

পরে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে নাটোর থানায় বিষয়টি জানান। পরে পুলিশের সহযোগিতায় টাকা ফিরে পান লিটন মিয়া। রোববার দুপুরে টাকাসহ ব্যাগটি তার হাতে তুলে দেওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।