রাঙ্গামাটিতে অস্ত্রসহ জেএসএসের কর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ০১ মে ২০২২

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ বিমল চাকমা নামের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১ মে) ভোরে উপজেলার কাপ্তাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হরিণছড়া মুখ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি একই এলাকার মহিষুর চাকমার ছেলে।

তার কাছ থেকে একটি এসএমজি, একটি ম্যাগজিন, ১৫ রাউন্ড গুলি, একটি দেশীয় রাইফেল ও একটি এবং রামদা উদ্ধার করা হয়।

কাপ্তাই থানার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, বিমল চাকমা সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র একজন কর্মী।

এ ঘটনায় কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা করেন।

শংকর হোড়/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।